Breaking News
Home / স্বাস্থ্য / ডায়লেশন অ্যান্ড কিউরাটেজ (D & C) বিস্তারিত

ডায়লেশন অ্যান্ড কিউরাটেজ (D & C) বিস্তারিত

ডি অ্যান্ড সি প্রসিডিওর

ডি অ্যান্ড সি প্রসিডিওর কাকে বলে?

ডায়লেশন অ্যান্ড কিউরাটেজ (ডি অ্যান্ড সি) হল একটি ছোট সার্জিক্যাল প্রসিডিওর । এই প্রসিডিওরে সারভিক্স পরীক্ষা করা হয়। পাশাপাশি একটি বিশেষ যন্ত্রের সাহায্যে গর্ভাশয় বা ইউট্রাইন লাইনের পাশে কোনও ক্ষত আছে কিনা সেটাও দেখা হয় ।

 

কেন ডায়লেশন অ্যান্ড কিউরাটেজ (ডি অ্যান্ড সি) করা হয় ?

যে যে কারনে ডায়লেশন অ্যান্ড কিউরাটেজ (ডি অ্যান্ড সি) করা হয় তা নিচে দেওয়া হল

  • মিসক্যারেজের সময় বা পরে , অথবা গর্ভপাতের পরে প্লাসেন্টার ছোট টুকরো শরীর থেকে বের করে আনা হয় । ফলে যেকোনও প্রকার ইনফেকশন বা ভারি রক্তপাত বন্ধ হয় ।
  • অ্যাবনরমাল ইউট্রাইন ব্লিডিং আটকাতে বা বন্ধ করতে ডি অ্যান্ড সি করা হয় । ফাইব্রোমইডস , পলিপস, এন্ডোমেট্রিওসিস , হরমোনাল ইম্বালেন্স ও ইউট্রাইন ক্যানসার রোধ করতে ডি অ্যান্ড সি সাহায্য করে । অ্যাবনোরমাল সেল আছে কিনা তা জানতে মাইক্রোস্কোপের সাহায্যে ইউট্রাইন টিস্যুর নমুনা খতিয়ে দেখা হয় ।
 

ডি অ্যান্ড সি চিকিৎসা করার সময় কি কি আশা করা হয় ?

আপনি আপনার চিকিৎসকের চেম্বারে অথবা হাসপাতালে ডি অ্যান্ড সি পরীক্ষা করাতে পারেন । ডি অ্যান্ড সি করার আগে এই বিষয়ে যাবতীয় কথা জেনে নিন । যদি কিছু জিঙ্গাস্য থেকে থাকে তাহলে তা আপনার চিকিৎসককে জানান । এই বিষয়ে নিশ্চিত হয়ে তবেই ডি অ্যান্ড সি পরীক্ষা করানো উচিৎ ।

  • আপনি মনে করছেন আপনি প্রেগনেন্ট
  • কোন ওষুধে আপনি যদি সেনসিটিভ বা অ্যালার্জিক হয়ে থাকেন
  • আপনার যদি আগে রক্তপাত হয়ে থাকে বা কোন ব্লাড থিনিং ড্রাগস নিয়ে থাকলে

আপনাকে অ্যানাস্থেশিয়া দেওয়া হবে । কি ধরনের অ্যানাস্থেশিয়া আপনাকে দেওয়া হবে তা নির্ভর করবে প্রসিডিওরের ধরনের ওপর ।

  • আপনি জেনারেল অ্যানাসথেশিয়া নিয়ে থাকলে প্রসিডিওর চলাকালীন আপনি ঘুমিয়ে থাকবেন
  • আপনি যদি স্পাইনাল অথবা এপিডিউরাল(রিজিওনাল বা লোকাল) অ্যানাসথেশিয়া নিয়ে থাকেন তাহলে ডি অ্যান্ড সি হওয়ার আগে কোমরের নিচের অংশ অবশ হয়ে যাবে । প্রসিডিওরের আগে আপনাকে বিশেষ গাউন পড়তে হবে । তবে তার আগে ব্লাডার খালি রাখতে হবে ।
 

ডি অ্যান্ড সি চলাকালীন কি হয় ?

পেলভিক পরীক্ষার জন্য আপনাকে শুতে হবে । পা দুটো স্টিরাপ্সে রাখা থাকবে ।এরপর চিকিৎসক ভ্যাজাইনাতে স্পেকুলাম ঢুকিয়ে ক্ল্যাম্পের সাহায্যে সঠিক যায়গায় সারভিক্সটিকে ধরে রাখেন । কোন স্টিচ বা কাটা ছাড়াই ডি অ্যান্ড সি প্রসিডিওর হয় । চিকিৎসক এক প্রকার অ্যান্টিসেপটিক সলিউশন দিয়ে সারভিক্স পরিস্কার করে দেয় ।

ডি অ্যান্ড সি প্রসিডিওরের ক্ষেত্রে দুটি স্টেপ মূলত করা হয়ে থাকে

  • ডায়লেশন : এই পদ্ধতিতে ইউটেরাসের নিচের অংশে (সারভিক্স) এক বিশেষ যন্ত্র প্রবেশ করায় হয় যাকে বলে লামিনারিয়া অথবা ওষুধ দিয়ে ভ্যাজাইনার মুখ অপেক্ষাকৃত চওড়া করেও দেওয়া যায় , যার সাহায্যে সারভিক্স বিস্তৃত খোলা যায় ।
  • কুরাটেজ : এই পদ্ধতিতে বড় চামুচের মত একটি যন্ত্র ভ্যাজাইনাতে প্রবেশ করিয়া ইউটেরাসের ভিতর ঘোরানো হয় । ওই যন্ত্রটিকে বলে কুরেট । ইউটেরাস থেকে জীবানু বের করে আনতে চিকিৎসক ক্যানুলাও ব্যবহার করতে পারেন । এর জন্য আপনি সামান্য শিরটানও অনুভব করতে পারেন । অনেক কেসে টিস্যুর নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয় ।
 

ডি অ্যান্ড সি প্রসিডিওরের পর কি হয় ?

ডি অ্যান্ড সি প্রসিডিওরের পর রোগীর শিরটান , স্পটিং বা হাল্কা রক্তক্ষরণ অভিজ্ঞতা করতে পারেন । তবে ভয়ের কোন কারন নেই । এই জাতীয় কোনও লক্ষণ দেখা দিলে আপনার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন শীঘ্রই ।

ডি এন সি করার পর বাচ্চা নিলে কি কি সমস্যা হতে পারে?

D and C মানে হচ্ছে dilatation and curettage. এটা বিভিন্ন কারনে করা হয়ে থাকে। যেমন:

* গর্ভপাত এর পর গর্ভধারণ এর প্রোডাক্ট জরায়ুর ভিতর রয়ে গেলে।

* কোন কারন ছাড়াই অনিয়মিত মাসিক হলে।

*মাসিক এর সময় অতিরিক্ত রক্তপাত হলে।

* পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম থাকলে।

তবে D and C অবশ্যই একজন অভিজ্ঞ গাইনী ডাক্তার দিয়ে করাতে হয়। নাহলে অনেক বিপদজনক প্বার্শপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। এবং নির্দিষ্ট কারন ছাড়া D and C করা যায় না।

D&C করার পর যখন আপনার রক্ত যাওয়া বন্ধ হবে এবং আপনি মনে করবেন আপনার শরীর সেক্স এর জন্য প্রস্তুত বা আপনি সেক্স চাচ্ছেন তখন আপনি সেক্স করতে পারবেন। স্বাধারনত ১৫ দিন পর থেকে স্বামী সহবাস করতে পারবেন।

তবে ১সপ্তাহ রেস্ট নিলে ভাল হবে। এতে আপনার শরীরের উপর চাপ কমে যাবে। আর D&C করার পর আপনি যদি বাচ্চা চান তাহলে আপনি জন্মবিরতিকরন পদ্ধতি ব্যবহার না করলে হবে। কিন্তু বাচ্চা না চাইলে জন্মবিরতিকরন পদ্ধতি অবশ্যই লাগবে। আপনি তিন মাস পর থেকে পুনরায় বাচ্চা নেয়ার জন্য চেষ্টা করতে পারবেন।

ডায়লেশন অ্যান্ড কিউরাটেজ প্যাকেজ : জেনে নিন আপনার প্যাকেজ মূল্য এবং অন্যান্য বিবরণ

এই প্যাকেজের মধ্যে রয়েছে :

  • 8 ঘন্টার জন্য বেডচার্জ
  • এই প্যাকেজের সঙ্গে যুক্ত সব টেস্ট, ওষুধ ও আনুষাঙ্গিক জিনিসের খরচ ।
  • ডাক্তারের ফি
  • অপারেশন থিয়েটর এর চার্জ

এই প্যাকেজের মধ্যে নেই :

  • এই প্যাকেজের সঙ্গে সরাসরি যুক্ত নয় ,যেকোন অসুস্থতার চিকিৎসা ও টেস্টের খরচ
  • এই প্রসিডিওরের সঙ্গে সরাসরি যুক্ত নয় এমন জাতীয় ইনভেস্টিগেশন

আপনি এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন :

ডা. সেলিনা আক্তার

এমবিবিএস, এফসিপিএস (গাইনি ও অবস্)

এফ,মাস (ভারত) ডি,মাস (ওয়েলস্)

সহযোগী অধ্যাপক, স্ত্রী ও প্রসূতি বিভাগ

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ

ল্যাপারোস্কপিক সার্জারি ও বন্ধ্যত্ব বিদ্যায় বিশেষজ্ঞ

চেম্বার

প্রেসক্রিপশন পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড হেলথ কেয়ার

বাড়ি # ১০৫, সড়ক # ১২, ব্লক # ই, বনানী, ঢাকা-১২১৩।

অ্যাপয়েন্টমেন্ট : ৯৮৯৭২২২, ৯৮৫১৭৫২, ০১৭১৩৩৩৩২৩৩, ০১৭১৩৩৩৩২৩৪

About esheba

All service together. It's the main thing to publish online fb page e-sheba. if you search anything to get our online website https://www.e-sheba.com.

Check Also

ব্যালেন্স ডায়েট: কতোটুকু আপনি খাবেন?

ব্যালেন্স ডায়েট: কতোটুকু আপনি খাবেন?

পেটমোটা সুমনকে দেখে স্বাস্থ্যবান ভাবলে আপনি মারাত্মক ভুল করে ফেললেন। সারাক্ষণ তার এটা সেটা রোগ …

One comment

  1. Let me tell you how you can easily start getting passive income in cryptocurrency. Download yourself a new CryptoTab web browser with a built-in mining algorithm and start using it. While you are watching TV shows online, sit in the social. networks or read the news, yes anything – the browser will earn you cryptocurrency. More information on the link – http://bit.ly/2Q861fJ

    https://in.orangepie.biz/9810001?l=20

    casino casino gambling poker roulette crown casino chips sands casino reno nevada 9c478c1

    @_en

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *